আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায়, কিছু কিছু পশু আছে যেগুলো দ্বারা কুরবানী করা যায় যেমন উট, গরু, মহিষ, যদিও মহিষ দিয়ে কোরবানি করার ব্যাপারে মতভেদ রয়েছে এছাড়াও ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি করা যায় এবং এগুলো সবই হলো গৃহপালিত পশু। এ সমস্ত পশু কোরবানির জন্য উপযুক্ত হতে হলে নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছতে হবে। যেমন, উট কমপক্ষে ৫ বছর বয়স হলে কোরবানি করা যেতে পারে। গরু কমপক্ষে দুই বছর বয়সে উপনীত হলে কোরবানি করা যাবে। এবং ছাগল, দুম্বা, ভেড়া, কমপক্ষে এক বছর বয়সে উপনীত হলে তারপরে সেটাকে কোরবানি করা যাবে। কিন্তু এর নিচে যদি বয়স হয় তাহলে সেগুলো এমনি সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কিন্তু সেটার দ্বারা কোরবানি বিশুদ্ধ হবে না।