আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় পাঠক আজ আমরা জানবো হজ্ব কাকে বলে। হজ্ব শব্দটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো القصد العراده অর্থাৎ ইচ্ছা পোষণ করা কোন মহৎ কাজের ইচ্ছা করা বড় কোন কাজের ইচ্ছা করা এটাই হলো হজ্ব। হজ্ব শব্দের اصطلاحي (ইস্তেলাহি) বা পারিভাষিক অর্থে হজ বলা হয়।
الحج هو زياره كان مقصوص في وقت مقصوص لتقربي الى الله تبارك وتعالى
হজ্ব হলো নির্দিষ্ট স্থানে ভ্রমণ করা في وقت مقصوص এবং নির্দিষ্ট সময়ে সে ভ্রমণটা করা এবং সেটার উদ্দেশ্য হতে হবে لتقربي الى الله عز وجل একমাত্র আল্লাহ তায়ালার রাজি খুশি ও তার নৈকট্য অর্জনের যেই ভ্রমণ তাকেই হজ্ব বলা হয়।