যাকাত ফরজ হওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মাসালা

আমল

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় পাঠক আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যেহেতু আজকের আলোচনার বিষয়টি যাকাত সম্পর্কে সেহেতু যাকাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসালার বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা সকলেই জানি যাকাত ফরজ হওয়ার জন্য স্বর্ণের অংশে সাড়ে সাত ভরি হওয়া লাগে এখন প্রশ্ন হল কারো কাছে যদি সাড়ে সাত ভরি এর কম স্বর্ণ থাকে এই পরিমাণ স্বর্ণ থেকে যেটা যাকাতের স্বর্ণের নেশাব পরিমাণ নয়, পাঁচ ভরি, তিন ভরি বা চার ভরি এক কথায় সাড়ে সাত ভড়ির থেকে কম যে কোন অংশ থাকে। এমতাবস্থায় তার কাছে যদি আবার নগদ টাকা থাকে এবং সেই টাকা বা অর্থ যদি আবার যাকাতের নেশাব পরিমাণ না হয় তাহলে এই ব্যক্তির কি যাকাত দিতে হবে কিনা..? এখানে প্রশ্নটা এজন্য আসে যে পৃথকভাবে যদি স্বর্ণের হিসাব করা হয় তাহলে স্বর্ণ তার যাকাতের নেশাব পরিমাণ হয় নাই এবং যদি পৃথকভাবে টাকার হিসেব দেখা হয় তাহলে টাকাও তার যাকাতের নেসাব পরিমাণ হয় নাই। এজন্য আমাদের মনে এটাই প্রশ্ন আসে যে এ অবস্থায় উক্ত ব্যক্তির যাকাত দিতে হবে কিনা।

এ বিষয়ে আমরা দেখি বেশীর ভাগ ফোকাহে উম্মত বা উম্মতের বেশিরভাগ ফকিহ বা ইমামগণ তাদের মতে উক্ত ব্যক্তিকে যাকাত দিতে হবে যদি তার উভয় সম্পদ একত্রিত করার পরে রুপা অথবা স্বর্ণ এর যেকোনো একটিভ নেসাব পরিমাণ হয়ে যায়। উদাহরণস্বরূপ কারো কাছে তিন ভরি স্বর্ণ রয়েছে যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা এবং তার কাছে কুড়ি হাজার টাকা ক্যাশ রয়েছে তাহলে সব মিলিয়ে তার কাছে এক লক্ষ ৭০ হাজার টাকা এক্ষেত্রে তাকে দেখতে হবে এই এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে সে অন্তত সাড়ে বায়ান্ন তোলা রুপা ক্রয় করতে পারে কিনা যেহেতু এখানে স্বর্ণের এসব পূরণ হচ্ছে না এজন্য অন্ততপক্ষে রূপার নেসাব পূর্ণ হচ্ছে কিনা যদি রুপার নেশাবও পূর্ণ হয় এই সম্পদ দিয়ে এই টাকা দিয়ে তাহলে তাকে যাকাত দিতে হবে শতকরা আড়ায় পারসেন্ট হারে। কারণ এই রুপার নেশাব অনুযায়ী তার যাকাত ফরজ হয়ে গেছে। অর্থাৎ স্বর্ণ হোক বা রুপা হোক যেকোনো একটি নেসাব পূর্ণ হলে অবশ্যই তাকে যাকাত আদায় করতে হবে।

যদি পৃথক শুধু মাত্রই স্বর্ণ থাকতো তাহলে তাকে সাড়ে সাত ভরির আগ পর্যন্ত তার ওপর যাকাত ফরজ হতো না। কিন্তু যখনই স্বর্ণের সাথে নগদ অর্থের হিসেব এসেছে তখন দুইটা মিলিয়ে যদি তার স্বর্ণ বা রুপার নেসাবের যেকোনো একটি পূর্ণ হয়ে যায় তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আর বর্তমান আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যাদের এই দুইটাকে মিলালে যাকাত ফরজ হয়ে যায়। অতএব এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে এবং অবশ্যই এক আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। যেন যাকাতের মত ফরজ একটি বিধান কোনভাবেই লঙ্ঘন না হয়। আর যদি কারো শুধুমাত্রই নগদ অর্থ থাকে, স্বর্ণবা রুপা না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে দেখতে হবে তার সে অর্থ একত্রিত করে স্বর্ণ বা রুপা এর কোন নেসাব পরিমাণ হয় কিনা যদি এর যেকোনো একটির সমপরিমাণ হয়ে যায় তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে।

তাহলে সংক্ষেপে যদি আমরা বলি এখানে তিনটি বিষয়
১. শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরির নিচে থাকলে তাহলে তাকে যাকাত দিতে হবে না, আর যদি সাড়ে সাত ভরি অথবা তার উপরে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে।
২. যদি স্বর্ণ এবং টাকা উভয়েই থাকে তাহলে দোনোটা মিলিয়ে যদি স্বর্ণ বা রুপা এর কোন একটির নেসাব পরিমাণ হয়ে যায় তাহলে তাকে যাকাত দিতে হবে, আর যদি স্বর্ণ এবং টাকা উভয়টি মিলিয়ে স্বর্ণ বা রুপা এর কোন একটি নেশাব পরিমাণ না হয় তাহলে তাকে যাকাত দিতে হবে না।
৩. আর যদি শুধুমাত্রই টাকা থাকে তাহলে এখানে দেখতে হবে টাকার পরিমান যদি রুপার নেসাব এর সমপরিমাণ বা তার বেশি হয় তাহলে তাকে যাকাত দিতে হবে, আর যদি সেই টাকা রুপার নেশাব পরিমাণও না হয় তাহলে তাকে যাকাত দিতে হবে না।