যাকাত হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন। এবং মালের ওই নির্দিষ্ট অংশ যা আল্লাহর হুকুমে গরিব মুখাপেক্ষী ও অন্যদেরকে দিয়ে তাদেরকে সেই মালের মালিক বানিয়ে দেওয়া হয়। যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। যা প্রদান করলে মন এবং আত্মা পবিত্রতা লাভ করে এবং সম্পদের বৃদ্ধি ঘটে, এবং সম্পদ পরিচ্ছন্ন হয় তাকেই যাকাত বলে। আমরা জানি যে নামাজ রোজা ইত্যাদি হলো দৈহিক ইবাদত ঠিক তেমনি ভাবেই যাকাত হল আর্থিক ইবাদত।
যাকাত ফরজ না ওয়াজিব এ সম্পর্কে অনেকেই আমরা জানিনা। আসলে যাকাত ফরজ। পবিত্র কোরআনের আয়াত ও প্রিয় নবীর হাদিস দ্বারা এটা প্রমাণিত। যে ব্যক্তি যাকাত ফরজ হওয়া অস্বীকার করে সে কাফের।