মাসয়ালা ফতোয়া ও তাহক্বীক কাকে বলে

দোয়া

আসসালামু আলাইকুম
প্রিয় পাঠক আমরা সকলেই বিভিন্ন আলেম-ওলামা বা ইসলামিক স্কলারদের মুখে বা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এ শব্দগুলো শুনে থাকি মাসয়ালা, ফতোয়া ও তাহক্বীক এ সকল শব্দগুলো আমরা প্রায় সচরাচর শুনে থাকি কিন্তু যেহেতু এগুলো আরবি পরিভাষা এজন্য আমরা অনেকেই এগুলোর বিষয়ে বুঝিনা যে কোনটাকে কি বলে তাই আজকে আমরা এই বিষয়টি জানবো। মাসয়ালা: মাসয়ালা বলা হয় কোন সমস্যা বা দাবি বা চাহিদা বা প্রশ্ন এগুলোকে বলা হয় মাসয়ালা।


এরপর ফতোয়া: ফতোয়া বলা হয় কারো মত বা কারো রায় বা সিদ্ধান্তকে। অন্যভাবে বলতে গেলে যে ব্যক্তি তার প্রশ্ন বা সমস্যা আরেকজনের কাছে তুলে ধরে তাকে বলা হয় মাসালা এবং যে এটার সমাধান বা রায় দেন তাকে বলা হয় ফতুয়া। আর তাকে শব্দের অর্থ এই যে যেমন পরীক্ষা করা তদন্ত করা অনুসন্ধান করা। এক কথায় বলতে গেলে একজন তার সমস্যা বা প্রশ্নের কথা আরেকজনের কাছে তুলে ধরলে তাকে বলা হবে মাসআলা এবং যে ব্যক্তির কাছে এ প্রশ্নটি করেছে এবং সে ব্যক্তি এটিকে অনুসন্ধান করে তদন্ত করে এর ফলাফল টা বের করবে এই অনুসন্ধান করাটাকে বলা হয় তাহকীক এবং এরপরে যে রাইটা দিবে বা সমাধানটা দিবে সেটাকে বলা হয় ফতোয়া।