মানুষের চিন্তাশক্তির বাইরে আল্লাহ পাকের পরিকল্পনা

অন্যান্য

আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে একটা সময় পর সেই মক্কায় সেই নবীর নেতৃত্বে পরিচালনা হয়েছে এবং সেটা খুব বেশি দেরিতে নয় মাত্র আট বছরের ব্যবধানে। যেই বদর যুদ্ধে মুসলিমদেরকে একবারে নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছিল সেই বদর যুদ্ধেই আবুজেহেলের মৃত্যু লিখে রেখেছিলেন মহান স্রষ্টা। যে ইউসুফকে কুপে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা সেই ইউসুফকেই রাজপ্রাসাদ এ সেখান থেকে কারাগারে আবার সেখান থেকে নিয়ে এসেছিলেন মিশরের বাদশাহ হিসেবে। এগুলোই হচ্ছে আল্লাহর পরিকল্পনা, যে ইয়াসরিফ এক সময় ইহুদিদের রাজত্বের জায়গা ছিল সেই ইয়াসরিফকেই একটা সময় আল্লাহ তায়ালা মুসলিমদের দখলে নিয়ে এনে দিয়েছিলেন হিজরতের পর।

আবার বাদশা নাজাসি, আবিসিনিআই বাদশা নাজাসি খ্রিস্ট হওয়ার পরেও আল্লাহর রাসূল বলতেন বাদশা নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, সুবহানাল্লাহ যদিও সে মুসলিম ছিল না ওখানে নিয়ে গেলেন আল্লাহ তাআলা ইসলামকে, এবং ওখান থেকে নিয়ে পুরো আফ্রিকায় ইসলামকে ছড়িয়ে দিলেন। এ সকল বিষয়গুলো যদি আমরা একবার চিন্তা করে দেখি তাহলে বুঝবো আল্লাহ তাআলার দ্বারা কোন কিছুই অসম্ভব না। তিনি যেমনভাবে একজনকে বিশাল অট্টালিকার মালিক বানাইতে পারেন তেমনিভাবে সেই তিনিই একজনকে বিশাল অট্টালিকা থেকে রাস্তার ভিখারিও বানাতে পারেন। এজন্য আমরা সর্বদাই আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ যা চান আমাদের ভালোর জন্যই চান অবশ্যই আল্লাহ আমাদের প্রত্যেককেই সফলতা দান করবেন। আমরা প্রত্যেকেই আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনে চলার চেষ্টা করি। অবশ্যই আমরা দুনিয়া ও আখেরাতে সফল হব ইনশাআল্লাহ। সর্বশেষ আমি বলতে চাই আমার এই ছোট্ট ছোট্ট ব্লগের মাঝে ছোট্ট ছোট্ট গল্পের মাঝে যদি কোন প্রকার ভুল ত্রুটি আপনাদের নজরে পড়ে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।