বরকতময় সময় গুলি কি কি…?

অন্যান্য

আল্লাহর দেওয়া প্রত্যেকটি সময়ই মূল্যবান তবে এর মধ্যে বিশেষ কিছু সময় বিশেষ কিছু দিন বিশেষ কিছু রাত ও বিশেষ কিছু মাস আছে যেগুলো বান্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতময় এ সময়গুলি আল্লাহর রাস্তায় ব্যয় করলে অধিক থেকে অধিকতর সব পাওয়া যায়। যেমন: প্রত্যেকটি রাতের শেষ অংশ তাহাজ্জুতের সময়, ফজরের নামাজের পরের যে সময়টুকু ইসরাকের সময়, চাস্তের সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু এ সময়টুকু বরকতম সময়, হজ্বের সময় গুলিতে বরকত আছে, রমাদান মাস বরকতময় মাস, লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশ রাত বরকত ময় রাত, দুই ঈদের দুই রাত বরকতময় রাত, জিলহজের প্রথম ১০ দিন বরকতময়, আরাফা-আশুরা বরকতময়, এগুলো খুঁজে খুঁজে বের করে যে আমল করতে পারবে তার হায়াতের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা করি প্রত্যহ অল্প কিছু সময় হলেও আল্লাহর রাস্তায় ব্যয় করার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তাওফিক দান করুন। আমীন!
বিশেষ দ্রষ্টব্য: আগামী কোন পোস্টে এই প্রত্যেকটি সময়ের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।