আসসালামু আলাইকুম
প্রিয় পাঠক আজ আমরা জানবো নামাজ কাকে বলে,
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত অর্থাৎ নামাজকে একটি সর্ব উত্তম ও সর্বজনীন ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে এবং এটাকে দ্বীনের খুটিও বলা হয়। নামাজ ছাড়া ঈমান টিকিয়ে রাখা সম্ভব নয়। এ কারণে আল্লাহ তায়ালা বলেন তোমরা আমার স্মরণে নামাজ আদায় করো। নামাজ এটি একটি ফার্সি শব্দ এর আরবি প্রতিশব্দ হলো সালাত এবং এর আভিধানিক অর্থ হলো প্রার্থনা করা, তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করা, দরুদ পড়া, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট রোকন ও জিকির সময় সমূহ কে নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে আদায় করাকে নামাজ বা সালাত বলা হয়। প্রিয় পাঠক ইসলামী শরীয়তে কিছু নামাজ আছে যেগুলো ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নত ও কিছু নফল আমরা প্রত্যেকটি নামাজের বিধান জেনে সঠিক নিয়মে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।