যেহেতু বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে মুসলমানদেরকে পবিত্র থাকার জন্য বলা হয়েছে বিশেষ করে অপবিত্র অবস্থায় যেহেতু নামাজ হয় না তাই পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করতে হয় সেক্ষেত্রে অনেক সময় কোন না কোন ভাবে কিছু নাপাকি কাপড়ের লেগে যায় এমত অবস্থায় কাপড় পবিত্র করার পদ্ধতিটি কেমন হবে। যদি কোন কাপড়ে নাপাকি লেগে যায় সেটা প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বা এই জাতীয় যেকোন নাপাকি জিনিস হতে পারে যে জায়গাটায় না পার্টি লেগেছে সেই জায়গাটা থেকে নাপাকিটা দূর করে দিলে কাপড়টি পবিত্র হয়ে যাবে। কথার কথা আপনার কোন কাপড়ে মল লেগেছে তাহলে কাপড়ের চেয়ে অংশে আপনার এই নাপাক এটি লেগেছে সেটি ধুয়ে পরিষ্কার করে ফেললেই সেটি পবিত্র হয়ে যাবে তবে শর্ত হলো নাপাকির কোন আলামত যেন সেটাতে না থাকে।
আলামত বলতে ওই নাপাক বস্তুটির গন্ধ বা তার বর্ণ অর্থাৎ কালার এক কথায় কোন আলামতি যদি না থাকে তাহলে সেটা পাক হয়ে যাবে। আমরা সাধারণত তিনটি উপায়ে এই কাপড় গুলো পবিত্র করে থাকি এক যেটা সবথেকে বেশি বর্তমান ট্যাপের পানিতে দ্বিতীয়তঃ পুকুরের পানিতে এবং তৃতীয়ত কোন প্রবাহমান পানিতে। পুকুর অথবা বড় কোন জায়গা বা টেপের পানিতে যদি কাপড় ধৌত করেন তাহলে সেই পানির সাথে নিয়ে কিছু ডলা দিলেই নাপাকি গুলো সাধারণত দূর হয়ে যায় যদি নাপাকি দূর হয়ে যায় এবং কোন আলামত না থাকে তাহলে সেটা পাক হয়ে গেল। বর্তমান বেশিরভাগ মা-বোনেরা বাসা বাড়িতে হয়তো বা বালতিতে কাপড় ধৌত করেন অথবা ওয়াশিং মেশিনে কাপড় ধোতো করে থাকেন। বালতির পানিতে ধোয়ার ক্ষেত্রে যদি বালতির মধ্যে পানি রেখে সেটার মধ্যে আপা কাপড়টি ধৌত করেন অথবা নাপাক কাপড়টি বালতির ভিতর রেখে তারপর পানি দেন এরপর দ্রুত করেন তাহলে যেহেতু বালটির ভিতরে অল্প পানি সেজন্য আপনি যদি বারবার উঠিয়ে পানিগুলো চিপে আবার সে একই পানিতে ধৌত করেন তাহলে কখনোই ওই কাপড় পবিত্র হবে না।
আপনি বালতির পানিতে কাপড় দিতেই পারেন সেখানে কিছুটা পরিষ্কার হলো এর পরে আপনি ট্যাপের পানিতে বা পুকুরের পানিতে ভালোভাবে ধরে ধৌত করলেন তাহলে সেটা পবিত্র হয়ে যাবে। আর যদি ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করেন এবং সে ওয়াশিং মেশিনটি যদি অটো হয় মানে পানি এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে ধৌত করে বের করে দেয় তাহলে সে ওয়াশিং মেশিনের ধোয়ার পরে যদি নাপাকের কোন আলামত না থাকে তাহলে সে কাপড়টি পবিত্র হয়ে যাবে। এরপরও সাবধানতা বসত সবথেকে ভালো হয় যে আপনি ওয়াশিং মেশিনে বা বালতিতে ধোয়ার আগে আপনার কাপড়ের চেয়ে অংশে নাপাকিটা আছে সেটি আলাদাভাবে একটু টেপের নিচে ধরে ভালোভাবে চিপে নাপাকের অংশটা পরিষ্কার করে নিবেন।