নাজাসাত বা নাপাকি কত প্রকার ও কি কি

পাক-নাপাক

নাজাসাত বা নাপাকি দুই প্রকার:
১. নাজাসাতে গলিযা অর্থাৎ যে নাপাকির হুকুম অধিক শক্ত।
২. নাজাসাতে খফিফা অর্থাৎ যে নাপাকির হুকুম কিছুটা নরম।

নাযাসাতে গলিজা কাকে বলে..? নাজাসাতে গলিযা বলা হয় যে সকল বস্তু মানুষের শরীর থেকে বের হয়ে গেলে ওযু নষ্ট হয় বা গোসল ফরজ হয় ওই সকল বস্তুকে না যার সাথে গলি যা বলে। যেমন: পায়খানা, প্রস্রাব, মনি, মজি, পুঁজ, মুখ ভর্তি বমি, হায়েজ, নেফাজ, এবং ইস্তেহাজার রক্ত নাযাসাতে গলিজা।
এবং আমরা অনেকেই মনে করে থাকি যে বাচ্চা ছেলে-মেয়ের প্রস্রাব পায়খানা নাপাক না অথচ শিশু ছেলে বা মেয়ে উভয়েরই প্রস্রাব পায়খানা নাজাসাতে গলিযার মধ্যেই অন্তর্ভুক্ত। সরাব, প্রবাহিত রক্ত, মৃত জন্তু যে সকল জন্তু হালাল নয় তাদের প্রস্রাব, লাদ বা গোবর, কুকুরের মল এবং হাঁস মোরগের পায়খানাও নাযাসাতে গলিজার মধ্যে অন্তর্ভুক্ত। হিংস্র জানোয়ার, ইঁদুর এবং বিড়ালের মলেরো একই হুকুম।

এবং নাজাসাতে খফিফা বলা হয় যেমন: ঘোড়ার প্রস্রাব এবং যে সকল পশুর গোশত হালাল যেমন গরু, ছাগল, ভেড়া, উট এ সকল প্রাণীর প্রস্রাব নাজাসাতে খফিফা। এবং যে সকল পাখির গোশত হারাম যেমন: বাজ, চিল ইত্যাদির মলও নাজাসাতে খফিফা।