গৃহপালিত পশু ছাড়াও অন্য কোন প্রাণী দ্বারা কুরবানী করা যায়

নামাজ


সাধারণত আমরা যে সকল প্রাণী দ্বারা কোরবানি করে থাকি এসব এসব প্রাণী ছাড়াও কেউ যদি অন্য কোন প্রাণী যেমন, বন্য যে সমস্ত প্রাণী রয়েছে যেমন হরিণ, বন্য গাভী এগুলো দিয়ে যদি কেউ কুরবানী করতে চাই তাহলে সে কুরবানী জায়েজ হবে না। এর বাইরেও ছোট যে সমস্ত প্রাণী রয়েছে যেমন: হাঁস, মুরগি, কবুতর এগুলো দিয়ে যদি কেউ কুরবানী করতে চাই তাহলেও কুরবানী জায়েজ হবে না।