আমরা সকলেই জানি যে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা আমরা কোরবানি দিয়ে থাকি এ সমস্ত প্রাণীর যে সকল ত্রুটি থাকলে ওই প্রাণী দ্বারা কুরবানী করা যাবে না যেমন: কুরবানীর পশুর চোখে যদি এই পরিমাণ সমস্যা থাকে যে সে চোখে দেখে না তার চোখের সামনে ঘাস রাখলে সে দেখতে পায় না তাহলে ওই পশু দ্বারা কুরবানী করা যাবে না। যদি পায়ে সমস্যা থাকে এবং সমস্যা এই পরিমাণ থাকে যে কোরবানির স্থান পর্যন্ত সে হেঁটে যাইতে পারবে না অর্থাৎ তার ত্রুটিটা প্রকাশ হয় তাহলে সে ক্ষেত্রে সে পশু দ্বারা কুরবানী করা যাবে না। এবং সেটা যদি দুর্বল হয় কোরবানির স্থান পর্যন্ত যাইতে পারবে না হলে সে প্রাণী দ্বারা কুরবানী করা যায় না। সিং যদি ভেঙে যায় এবং আঘাতপ্রাপ্ত হয় কোন বড় ধরনের তাহলে সে পশু দিয়ে কোরবানি করা যায় না। কিন্তু যদি অল্প কিছু অংশ ভেঙে যায় সামান্য এদিক সেদিক হয় তাহলে সে পশু দ্বারা কুরবানী করা যায়। মোটকথা কোরবানি করার জন্য যে পশুগুলো হবে সেগুলোকে বয়স হওয়ার সাথে সাথে ত্রুটিমুক্ত হতে হবে যতটা ইষ্টপুষ্ট এবং যতটা ভালো পশু দিয়ে কোরবানি করা যায় ততই উত্তম।