আসসালামু আলাইকুম আমাদের মাঝে অনেক সময়ই এই মতভেদ গুলো সৃষ্টি হয় যে আসলে কোরবানির গোশত কয় ভাগে বন্টন করতে হয় বা আমি সাধারণত যেই কথাটা প্রচলিত আছে তিনভাগ এছাড়াও যদি এটার বিপরীতে বা একটু কম বেশি করে যদি আমি করতে চাই তাহলে সেটা আমার কোরবানি হবে কিনা এ বিষয়ে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর মতে তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাইকে নিজে খাবেন একভাগ আত্মীয়-স্বজন প্রতিবেশীদের মাঝে দিবেন আরেকভাগ গরীব-দুঃখীদের মাঝে বন্টন করবেন এটাই উত্তম কিন্তু এটাই আবশ্যক নয়। পুরোটা গোস্ত যদি আপনার লেগে যায় যেমন আপনার পরিবারের সদস্য বেশি বা ইত্যাদি কারণে প্রয়োজন হয় তাহলে আপনি পুরোটাই ভোগ করতে পারেন কিন্তু যদি আপনার কাছে অবশ্যই অতিরিক্ত গোস্ত থাকে তাহলে আপনি আত্মীয়-স্বজনদের মাঝে বন্টন করুন গরিব দুঃখীদের দান করুন কারণ সূরাতুল হাজ্জের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলে।
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُواالْبَابِسَ الْفَقِيرَة
তোমরা কোরবানি দিয়ে গোস্ত নিজেরাও খাও এবং অভাবীদেরকেও দাও সহি বুখারীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক বর্ণনায় বলেন। কোরবানির গোশত তোমরা খাও, অন্যদের খাওয়াও, এবং রাখো অর্থাৎ আপনি চাইলে রাখতেও পারবেন কিন্তু উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয়-স্বজন প্রতিবেশীদের দেওয়া এবং একভাগ অভাবেই সুবিধা বঞ্চিত গরিব-দুঃখীদের মাঝে বন্টন করা এবং অবশ্যই যাদের সামর্থ্য আছে বেশি বেশি কোরবানি করুন এবং সেই গোশত দিয়ে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের মাঝে বন্টন করুন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এ কথাগুলির উপরে আমল করার তৌফিক দিন এবং আমাদের সকলের কুরবানী গুলোকে আল্লাহ তাআলা কবুল করুন আমীন।