এক নম্বর: আমরা যদি তাওহীদের ওপর থাকি অর্থাৎ একত্ববাদ এর উপর থাকি লা ইলাহা ইল্লাল্লাহ এর ওপর পূর্ণ ঈমান আনতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসা পাবো ইনশাআল্লাহ।
আর যে ব্যক্তি শিরকের গুনাহের মধ্যে আছে সে আল্লাহ তাআলার ভালোবাসা পাবে না অর্থাৎ আল্লাহ তায়ালার ভালোবাসা পাওয়ার জন্য শিরক মুক্ত থাকা জরুরী।
দ্বিতীয় নম্বর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি (এখানে তোমরা বলতে উম্মতে মোহাম্মদী কে বলা হয়েছে ) আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ কর। এখানে আমাকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি নবীকে ভালবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালবাসবেন। এবং আল্লাহ পাক ঐ আয়াতে বলেন যে আমরা যদি নবীকে ভালবাসি তাহলে তিনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কারণ তিনি গফুরুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু।