কিছু তিক্ত সত্য কথা

অন্যান্য

এ যুগে দাসী তার মনিবকে জন্ম দেয়। সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যায়। সত্যবাদী হয়ে যান মিথ্যেবাদী আর চরম মিথ্যেবাদীরাই সাধু বনে যান। আমানত আর বিশ্বাস তো উঠে গেছে সেই কবেই! মানুষের দৃষ্টিভংগী নিয়ন্ত্রন করা হয়। দাজ্জাল সবাইকে তার মত করে একচোখা বানিয়েই বিশ্বকে শাসন করবে অচিরেই! জালেমরা আলেমদের ন্যায় ও দ্বীন শেখাতে আসে! জেল-জুলুম নির্যাতন আঘাতের সুন্নাত কখনো জালেমের তাকদিরে আসে না। ভীরু কাপুরষেরা ঘরে বসেই বুলি আওড়ায়, অথচ চ্যালেঞ্জ গ্রহন করতে পারেনা। হিংসা-বিদ্বেষ ইগো, পরশ্রীকাতরতা, আপোষে বিভক্তি দলাদলি সমাজের রন্ধ্রে রন্ধ্রে! নিরপেক্ষতা উপেক্ষিত হয় স্বার্থের আড়ালে! প্রাথমিক স্তর থেকে শুরু করে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের স্বপ্ন সবাই লালন করতে পারেনা। সাহস লাগে, প্রয়োজন হয় জ্ঞানের ভিন্নতার ও প্রাচুর্যের, খিজির হতে হয়। লাগে অফুরন্ত সবর। এখানে ভাই ভাইয়ের মাংস খায় অবলিলায়। মরা ভাইয়ের জীবিত নয়। নোংরা জগৎ ভাল মানুষেকেও নোংরা করে। ভারচুয়াল জগতে সত্যকে মিথ্যা বানানো হয় অবলিলায়। রাসুলের হাদিসগুলো মানুষ বেমালুম ভুলে যায়। দাজ্জাল আসার আগের দুনিয়া চলছে। খিজিরেরা জানেন মহাপ্রলয় আসছে! আলাইহিস সালাম।