কখন বুঝবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন

অন্যান্য

আমরা বুঝতে পারলাম যে আল্লাহপাক পুরো সৃষ্টি জগতকে ভালোবাসা আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালবাসে আল্লাহপাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি এই ইসলামিক লিখাগুলি পড়তেছেন আল্লাহপাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি কোরআন পড়তে শিখছেন কোরআন পড়ছেন হাদিস পড়তেছেন আল্লাহর দ্বীনের উপর মহব্বত আছে এগুলা সব আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন যখন আল্লাহ পাকের আদেশ গুলো আপনার মানতে ভালো লাগতেছে তখন আল্লাহ আপনাকে ভালোবাসে এবং যখন আল্লাহর নিষেধগুলো আপনার মানতে ভালো লাগছে তখন আল্লাহ আপনাকে ভালোবাসে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে।

আলেম-ওলামা আল্লাহওয়ালা যারা তাদের সাথে থাকতে ভালো লাগছে আল্লাহর হালাল গুলো হালাল হিসেবে মানতে ভালো লাগতেছে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসেন আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো যেমন মদ হারাম সেটা আপনার ভালো লাগেনা জেনা করা হারাম সেটা আপনার ভালো লাগেনা আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ জিনিস শুনতে ভালো লাগে না এর মানে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন এই খারাপগুলো আপনার ভালো লাগে এবং এগুলাই করতে আপনার বেশি ভালো লাগে মদ ভালো লাগে জেনা ভালো লাগে দুর্নীতি ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইতে ভালো লাগে মানুষের সম্পদ আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে ভালো লাগে রমজান মাসে রোজা না করতে ভালো লাগে আপনার মাদক ভালো লাগে এ সমস্ত জিনিসগুলো যখন আপনার ভালো লাগবে তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে না আল্লাহ আপনার উপর সন্তুষ্ট নয়। বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন।