এমন চারটি আলামত যা থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে

আমল

সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! প্রিয় পাঠক আমরা মুসলিম মাত্রই আল্লাহর সকল আদেশ-নিষেধ এবং আল্লাহর সন্তুষ্টি সর্বদাই আমরা চাই এবং আমরা এটাও চাই যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুক খুশি থাকোন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা বর্ণিত অসংখ্য আলামতের মধ্যে চারটি এমন আলামত আজ আমরা জানবো যা দেখে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। হযরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত তিনি একটি হাদিসে বলেন যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন তিনি হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন এবং বলেন পৃথিবীর অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি তার আমলের কারণে, তার চিন্তা ধারণার কারণে, তার চলাফেরার বিশুদ্ধতার কারণে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতঃপর হযরত জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম তিনিও তাকে ভালোবাসেন এবং আসমান ওয়ালাদের কাছে এটাই প্রকাশ করে দেন যে আল্লাহ তাআলা পৃথিবীর অমুক ব্যক্তি কে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো যখন আসমান ওয়ালারা ফিরিশতারা উক্ত ব্যক্তিকে ভালোবাসেন তখন তালা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীবাসীদের মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন।

এবং বর্ণনাকারী বলেন আর যদি আল্লাহ তায়ালা কাউকে ঘৃনা করেন অপছন্দ করেন তাহলেও তিনি হযরত জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম কে ডাকেন এবং বলেন আমি তার তার কর্মের কারণে, তার আমলের কারণে আমি তাকে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ কর। তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসমানে এটি এলাম করে দেন আল্লাহ তা’আলা অমুক ব্যক্তিকে তার আমলের কারণে এবং তার পাপাচারের কারণে ঘৃণা করেন আমিও তাকে ঘৃণা করি তোমরাও তাকে ঘৃণা কর তখন স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর পক্ষ থেকে পৃথিবী বাসীদের মনের মধ্যেও তার জন্য ঘৃণা সৃষ্টি হয়। এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ তায়ালা যখন কাউকে ভালবাসেন তখন পৃথিবীবাসি যারা রয়েছেন তারা আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী পরিচিত জন সকলের মনের মাধ্যমেই তার জন্য ভালোবাসার সৃষ্টি হয় এর থেকে আমরা প্রথম আলামত পাই যে আল্লাহ তা’আলা যদি ভালোবাসেন তাহলে বান্দাদের মনেও সে ভালোবাসা সৃষ্টি হয়।

দ্বিতীয় আলামতটি হলো আল্লাহ তা’আলা যাকে ভালোবাসেন তার ওপর বিপদ আপদ দেয়, তার ওপর বালা মসিবত দেন, তাকে কষ্ট দেন, এটিও একটি আলামত যে আল্লাহ তা’আলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। এ বিষয়ে সোনানেতিরমিজির (হাদিসের কিতাবের নাম) এক হাদীসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ তায়ালা যখন কাউকে ভালবাসেন তখন তার পরীক্ষা নেন। তাকে মুসিবত দেন কষ্ট দেন অসুস্থতা দিয়ে মুসিবতে ফেলে নানান ভাবে তাকে পরীক্ষা করেন। আর আল্লাহর দেওয়া এ সকল কষ্ট ও এসকল ফয়সালাকে যে মেনে নেয় এবং এভাবে খুশি থাকে সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা ও তার ওপর সন্তুষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই পরীক্ষায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর এই ফায়সালা কে মেনে নিতে পারে না আল্লাহর এই পরীক্ষা কে মেনে নিতে পারেন না।

বরং অস্থির হয়ে যায় হা হুতাশ করে গালমন্দ করে আল্লাহর এই ফায়সালাকে সে এভোয়েড করে এভাবেও বলে যে আল্লাহ আর কাউকে পাইলো না আমার উপরেই আল্লাহ এমনটা করলো, এ সকল কথাবার্তা বলে ওই ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর পক্ষ থেকে তার ওপর অসন্তুষ্টির সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। তাহলে আল্লাহ তায়ালার ভালোবাসার আরেকটি কারণ হলো যে আল্লাহ যাকে ভালোবাসবেন তার ওপর ছোটখাটো বালা মুসিবত পরীক্ষা এগুলা আসবেই এগুলোই আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন আমাদের মাঝে পৌঁছে দেন। পূর্বের ইতিহাসের দিকে লক্ষ্য করলে পাবেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের সম্পর্কে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এখানেও আল্লাহ তায়ালা তাঁর নবীকে ভালোবাসেন দেখেই তার পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা তো ফেরাউনেরও পরীক্ষা নিতে পারতেন তাই না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি আছে বলেই এই ছোটখাটো বালা মুসিবত কষ্ট এগুলো হয়।

এরপর দ্বিতীয় নাম্বার আলামত আল্লাহ তায়ালা যাকে ভালবাসেন তাকে দুনিয়া থেকে দূরে রাখেন। দুনিয়া থেকে দূরে রাখেন বলতে, দুনিয়া থেকে আল্লাহতালা তাকে দূরে রাখেন দুনিয়ার সাথে মিশে একাকার হয়ে যাবে দুনিয়া ছাড়া কিছু বুঝবে না এইরকম না আল্লাহ তাআলা তাকে দূরেই রাখেন যদিও আমরা বেশিরভাগ মানুষই এখন দুনিয়া চাই টাকা পয়সা বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি এগুলো আমরা এখন সবাই চাই। কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন এমনকি সে চাইলেও কেন জানি তার সে চাওয়ার সাথে পাওয়াটা মেলে না। কারণ আমার জন্য কি ভালো কি খারাপ সেটা তো আমার থেকে বেশি আমার আল্লাহ জানে তো আল্লাহ যখন মনে করেন যে ওটা আমার জন্য খারাপ হবে তখন সেটা থেকে আমাকে দূরে রাখবে এটাই স্বাভাবিক। চতুর্থ নাম্বার আল্লাহর ভালোবাসা আরেকটি আলামত হলো এই যে, আল্লাহ যাকে ভালবাসেন তাকে নেক কাজ করার সুযোগ দেন হকের পথে থাকার সুযোগ দেন।