একশ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতের দিন অধিক নিকৃষ্ট বলে গণ্য হবে

অন্যান্য

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা কিছু আয়াতের মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন।
আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। এই সমস্ত ব্যক্তিদের যে গুণগুলো আমরা দুনিয়াতে সাধারণত দেখতে পাই তার মধ্যে একটি হলো নির্দয় হওয়া। কিছু কিছু মানুষ আছে যারা অপরিহিত ব্যক্তি তো দূরেই থাক তার নিজের নিকটস্থ ব্যক্তি যারা আছে পরিবার পরিজন আত্মীয়-স্বজন ছেলে মেয়ে এমনকি বাবা-মাকেও ছাড়ে না প্রত্যেকের সাথেই খারাপ ব্যবহার করে থাকে আপনি নিজেও চিন্তা করলে পাবেন এমন কিছু ব্যক্তি যা আপনার সাথে ওঠাবসা করে আপনার আশেপাশে রয়েছে কিন্তু আপনার কেন জানি তাকে ভালো লাগে না আপনি তাকে দেখলেই বুঝতে পারেন বা আরো অন্যরা কেউ দেখলেই বলে যে ওর সাথে মেশা যাবে না ওর সাথে চলাফেরা করা যাবে না ওর সাথে মিশলেই ও আমাকে ভুলের পথে নিয়ে যাবে নেশা করাবে ওর ব্যবহার ভালো না। আসলে বিষয়টি হলো আল্লাহ তাআলা যখন কারো প্রতি রাগান্বিত হন তখন তার অন্তর থেকে দয়াটা দয়াটা কে উঠায় নেই।

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহাকে একদিন বলেন হে আয়েশা আমি কি তোমার প্রতি কখনো এইরকম আচরণ করেছি তুমি কি দেখেছো যে আমি তোমার প্রতি অশালীন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা বলেন না ইয়া রাসুল আল্লাহ আপনি এমনটা কখনো করেন নাই। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে অনেক মানুষ এমন আছে দেখবেন আপনি ইচ্ছা করে তার সাথে কোন কথা বলতে চাইবেন না তার সাথে মিশতে চাইবেন না তার ভাষাগুলো খুব অশ্লীল হয় তার আচার-আচরণ অনেক রুখ্য হয়। আপনি জানেন যে তার সাথে মেলামেশা করলেই আপনার মান সম্মানের ক্ষতি হবে সে অনেক উগ্র। অথবা যখন একটু দু কথা হয় তখন আপনার বাবা-মা পরিবার-পরিজন সকলের নামে গালিগালাজ করে।

এরকম অকথ্য ভাষায় যারা গালাগালি করেন এই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন বড় অসহায় হয়ে যাবেন। আর এই মানুষগুলোই হল কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। কারণ একটি কথা আমরা সবাই শুনে থাকি যেটা আসলেই বাস্তব কথা যে, যদি বান্দা আপনাকে পছন্দ করে বান্দা আপনাকে ভালোবাসে আপনার আত্মীয়-স্বজন প্রতিবেশী পরিচিত অপরিচিত যখন আপনার সাথে সবাই একটি সু ব্যবহার করবে আপনাকে ভালোবাসবে তখন আল্লাহ তাআলাও আপনার উপর সন্তুষ্ট থাকবেন আপনাকে ভালবাসবেন। পক্ষান্তরে যখন আপনি মানুষের কাছে এরকম উগ্র হবেন অশালীন হবেন যখন তারা আপনাকে খারাপ বলবে আপনাকে ভালোবাসবে না আপনাকে পছন্দ করবে না তখন আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্টি হবেন। তাই আমরা সকলেই সর্বদাই সবার সাথে সদাচরণ করব এবং ছোটদের স্নেহ বড়দের সম্মান করবো সকলের সাহায্য করার চেষ্টা করব সকলের জন্য দোয়া করব তাহলে এই সকল কিছুর বদলতে আল্লাহ তাআলা আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন আমাদেরকে ভালবাসবেন।