আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
সম্মানিত প্রিয় পাঠক আজ আমরা যে বিষয়টি জানব সেটা হল আমরা চিন্তা ও হতাশা থেকে কিভাবে মুক্তি পেতে পারি প্রিয় পাঠক আজ আমি আপনাদেরকে তিনটি আমলের কথা জানাবো এই তিনটি আমল করলে আপনি অবশ্যই হতাশা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
১. পাঁচ ওয়াক্ত নামাজ।
পরিপূর্ণভাবে ওযু করে নামাজে আপনি সিজদা দেন অবশ্যই মনের মধ্যে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ আপনার চোখের পানি মনের আবেগ যত দুঃখ যন্ত্রণা আছে সব আল্লাহর কাছে প্রকাশ করুন নিজের আবেগকে এইখানে প্রয়োগ করুন আপনি আল্লাহর কাছে আপনার যত চাওয়া পাওয়া প্রকাশ করুন অবশ্যই আল্লাহ এ সকল কিছুর পরিপূরক। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা জিনিস খুব বেশি দেখা যায় যে আমরা কোন একটা বিষয় নিয়ে সমস্যায় পড়লে আল্লাহর কাছে না বলে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ করে থাকি বাস্তবতা এটাই যে সেই সোশ্যাল মিডিয়ায় আমার হাজার হাজার ফলোয়ার হাজার হাজার ভিউয়ার থাকলেও আমার এক ফোঁটা চোখের পানির দাম কেউ দিতে পারবে না বা দেয়ও না অথচ ওই একই বিষয়টা যদি একবার আল্লাহর কাছে প্রকাশ করেন তাহলে অবশ্যই সেটার উত্তম বদলা আল্লাহ আপনাকে দান করবেন। এর জন্য অবশ্যই আমরা এই হতাশা থেকে মুক্তি পেতে প্রথমত নামাজ পড়বো ইনশাআল্লাহ।
২. দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত কেউ যদি কোরআন তেলাওয়াত নিয়মিত করতে পারে তাহলে তার মধ্যে হতাশা ভীরুতা কাপুরুষতা এগুলোর কিছুই আসবেনা অথচ বর্তমান সময়ে আমাদের মুসলিম রাষ্ট্র হলেও অধিকাংশ মানুষই আমরা কোরআন তেলাওয়াত জানিনা অনেকে তো এমন আছে যে সেটা শেখার চেষ্টাও কোনদিন করি নাই আমরা ম্যাক্সিমাম পুরুষদের মাঝে এটা দেখা যায় যে তারা মাদকের মাধ্যমে হতাশাকে ভুলতে চেষ্টা করে বাস্তবতা এটাই যে মাদক কখনোই হতাশা দূর করতে পারে না বরং সেটা আপনার এবং আপনার পরিবার আপনার প্রিয়জনদের হতাশাকে আরও বৃদ্ধি করে একবার ভেবে দেখুন এই মাদক গ্রহণের কারণে আপনার নিজের কতটা ক্ষতি হচ্ছে আর্থিকভাবে ক্ষতি শারীরিকভাবে ক্ষতি এবং পারিবারিকভাবেও আমরা অনেক সময় ক্ষতির মধ্যে পড়ে থাকি তাই আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করি কোরআন পড়া শিখি আর মাদককে না বলি।
৩. তৃতীয়তঃ আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব
দেখেন জিকির একটা এমন আমল যেটা করতে আপনার নির্দিষ্ট কোন সময় বা নির্দিষ্ট কোন স্থান প্রয়োজন হয় না আপনি চলতে ফিরতেও জিকির করতে পারেন আপনি কাজের মধ্যেও জিকির করতে পারেন আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন মুখে আল্লাহ আল্লাহ বলতে আছেন আপনি কাজ করতেছেন এর মধ্যেও আপনার মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির চলতেছে আপনি একটা জিনিস ভালো করে ভেবে দেখেন মানুষের মন কখনোই কোনো চিন্তা বা কোন কাজ ছাড়া এমনি থাকেনা ভালো করে ভেবে দেখলে পাবেন আপনি সর্বদাই কোন না কোন বিষয় নিয়ে ভাবতেছেন এজন্য আমরা চাইলেই পারি বেশি বেশি জিকির করতে যে ব্যক্তি হতাশাগ্রস্থ সে সবসময় দেখেন যে বিষয় নিয়ে সে হতাশায় আছে সেটা নিয়ে ভাবতেছে অনেকে তো এমন আছে যে কেউ তাকে মূল্যায়ন করে নাই ছেড়ে চলে গেছে এজন্য সে ভাবতেছে আপনি যদি যে আপনাকে ছেড়ে চলে গেছে তার কথা না ভেবে আল্লাহর কথা ভাবেন তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে সে কেন আরো শত শত জন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার পিছনে থাকবে তাই আমরা সকলেই এই তিনটি আমল যেগুলো এখন বর্ণনা করা হলো এগুলো মেনে চলার চেষ্টা করি অযথা এটা সেটা নিয়ে না ভেবে এসব tiktok ফেসবুক এগুলা থেকে বিরত থেকে কিছুটা সময় আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করি তাহলে আমার জন্য উত্তম ডিজিক এবং সঠিক জীবন পরিচালনায় যা যা দরকার এক আল্লাহ তার সবকিছুই নিজ কুদরতের বদৌলতে আমাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ।